রাশেদ রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কিছু তরুনদেরকে নিয়ে প্রতিষ্ঠিত তারুণ্যের রূপগঞ্জ। সমাজের সকল সুবিধাবঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাবে সাধারন মানুষের সচেতনতার লক্ষে সরকারি নির্দেশনাগুলো মানার অনুরোধ জানিয়ে তা প্রকাশ করেছে সংগঠনটি।
লকডাউনে ঘরে অনলাইন থেকে ইনকাম করতে ভিডিওটি দেখুন।
https://youtu.be/XWybbFn30qU
করোনা প্রতিরোধে করনীয়ঃ
★ নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
★ কাপড় কাচার সাবান/গোসল করার সাবান/ হ্যান্ড ওয়াস/ ডিটারজেন্ট/ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালভাবে বারবার ( কমপক্ষে ২০ সেকেন্ড ) হাত ধোয়া।
★ হাঁচি, কাশি হলে টিস্যু, রুমাল অথবা হাতের কুনই ব্যাবহার করুন।
★ ব্যাবহৃত টিস্যু ও মাস্ক ঢাকনা যুক্ত ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলুন।
★ পরিচিত বা অপরিচিত ব্যাক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন।
★ গনপরিবহন ও গনজমায়েত পরিহার করুন এবং প্রয়োজন ছাড়া ভ্রমন থেকে বিরত থাকুন।
★ আক্রান্ত ব্যাক্তি থেকে কমপক্ষে ৩-৪ ফুট দুরে থাকুন। অসুস্ত ব্যাক্তি ও প্রানীর সংস্পর্শ এড়িয়ে চলুন।
★ অবশ্যই মাক্স ব্যবহার করুন।
- এই রকম আরো নিউজ পড়ুন:
করোনা উপসর্গ দেখা দিলে গোপন না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। জন সচেতনতায়ঃ তারুণ্যের রূপগঞ্জ।