করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সুপারস্টার অক্ষয় কুমার।
টুইট করে গতকাল করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। আর আজ জানালেন করোনার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এক টুইট বার্তায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমার লিখেছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের উষ্ণ শুভেচ্ছা – বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে লাগছে।
আমি ভালো আছি কিন্তু ডাক্তাররের আগাম সতর্কতাস্বরুপ পরামর্শ মেনে এই মুহুর্তে হাসপাতালে ভর্তি। আশা করা যায়, দ্রুত বাড়ি ফিরে যাব। নিজের যত্ন নিন।
আরও জানতে: ক্লিক করুন
অক্ষয় রাম সেতু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গত ৩০ মার্চ থেকে মুম্বাইয়ে এই ছবির শুটিং হয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে আছেন লাস্যময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। সব কোভিড-বিধি মেনেই শুটিং চলছিল বলে জানা গেছে।
ভারতে সম্প্রতি আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশটির মহারাষ্ট্র রাজ্যের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক। একাধিক বলিউড তারকা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।
দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ায় খবর এসেছিল। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা সম্প্রতি কোভিড – ১৯ এ আক্রান্ত হয়েছেন।
আরও জানুন: অভিনেতা ওমর সানী ছাড়া মৌসুমির পুড়ো পরিবার করোনায় আক্রান্ত।