সিরাজুল ইসলামঃ শ্যামনগর প্রতিনিধি
কাশিমাড়ী করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সুরক্ষা সামগ্রী হিসেবে মসজিদে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার শ্যামনগর উপজেলা কাশিমাড়ী ইউনিয়নে এসো এক হই সমাজ উন্ননয়নে এই স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘরের উদ্যোগে গোবিন্দপুর দারুসসালাম জামে মসজিদে তারাবি নামাজে আগত মুসল্লিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত মাস্ক বিতারণের পর সংগঠনের সহসভাপতি আশারাফ হোসেন মোল্যা মুসল্লিদের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থেকে সরকারি স্বাস্থ্য বিধি প্রতিপালনের আহবান জানানো হয়।
অনলাইন থেকে ইনকাম করতে ভিডিওটি দেখুন:
https://youtu.be/XWybbFn30qU
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত মসজিদের ইমান কারী মাওলানা নাজমুল হুদা এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের,শিক্ষা, সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।