এইচটি ইমামের শারীরিক অবস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
গত দুই সপ্তাহ আগে এইচ টি ইমাম কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন।
অনলাইন অর্ডার করুন: Ring Light
মঙ্গলবার (২ মার্চ) থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। জানা গেছে এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।
আরও জানুন: ১৫০ দিনের সিলেবাস আসছে স্কুলে।