মো: বেলাল হোসাইন, নিজস্ব প্রতিনিধিঃ-
গতকাল মঙ্গলবার (০৪ মে), বিকেলে “বাংলাদেশ ছাত্র কল্যান ফেডারেশন” শেরপুর জেলা শাখা কতৃক নালিতাবাড়ী উপজেলা শাখার কমিটির অনুমোদন ও পূর্ণাঙ্গ নতুন কমিটি প্রকাশ করা হয়।
‘নালিতাবাড়ী উপজেলা ছাত্র কল্যাণ ফেডারেশন’ এর নতুন কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয় মাহফুজ রানা এবং জোবায়ের আহম্মেদ জয়কে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ ছাত্র কল্যান ফেডারেশন মুলত ‘ঐক্য অধিকার অগ্রগতি’ এই মূলমন্ত্রে তারা ছাত্রদের অধিকার আদায়ে তারা সবসময় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ছাত্র কল্যান ফেডারেশন নালিতাবাড়ি উপজেলা কমিটিতে দায়িত্ব পেয়েছেন তাদের তালিকাঃ-
সভাপতিঃ- মাহফুজ রানা
সিনিয়র সহ-সভাপতিঃ- অভিজিৎ সাহা
সহ-সভাপতিঃ- আশিকুল ইসলাম আপন
সহ-সভাপতিঃ- আকাশ কুমার ঘোসমা
সহ-সভাপতিঃ- জাহারুল ইসলাম
সহ-সভাপতিঃ- সামাদুল ইসলাম
সহ-সভাপতিঃ- হাফিজ উদ্দিন
সহ-সভাপতিঃ- ইয়াছিন আলী
সাধারন সম্পাদকঃ- জোবায়ের আহমেদ জয়
যুগ্ম- সম্পাদকঃ- তারিন ফারিয়া ঐশী
যুগ্ম- সম্পাদকঃ- আদনান হোসাইন সরকার
যুগ্ম- সম্পাদকঃ- রাকিবুল ইসলাম রাকিব
যুগ্ম- সম্পাদকঃ- সোহেল রানা
যুগ্ম- সম্পাদকঃ-সামি- আল তাজভীর
সাংগঠনিক সম্পাদকঃ-সাইদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদকঃ-সৈয়দ আলী
সাংগঠনিক সম্পাদকঃ-সমির সাহা
সাংগঠনিক সম্পাদকঃ-সাদিয়া সেতু
দপ্তর সম্পাদকঃ- তানভীর হাসান
উপ- দপ্তর সম্পাদকঃ-অনিক আহম্মেদ
প্রচার সম্পাদকঃ- মনোয়ার হোসেন
উপ প্রচার সম্পাদকঃ-হাফিজুর রহমান
অর্থ বিষয়ক সম্পাদকঃ-হাসিবুন নাহার রিতু
উপ অর্থ বিষয়ক সম্পাদকঃ-মেহেদী হাসান
নারী বিষয়ক সম্পাদকঃ- ফারিয়া সুরভী
উপ- নারী বিষয়ক সম্পাদকঃ-আরিফা সুলতানা
আইন বিষয়ক সম্পাদকঃ- অনিক আহম্মেদ আকাশ
উপ- আইন বিষয়ক সম্পাদকঃ- মেহেদী হাসান পাপ্পুসহ মোট ৫১ জন সদস্য বিভিন্ন দায়িত্বে অনুমোদিত হয়েছে।
উক্ত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক জানান অসহায় ছাত্রদের পাশে দাড়াতেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন সেই ধারাবাহিকতায় আজ নালিতাবাড়ি শাখা কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।