Friday, March 24, 2023
Homeজেলার খবরআ‌মি কোনদিন ফ্রিডম পা‌র্টিতে জ‌ড়িত ছিলাম না, আব্দুল্লা‌হেল ওয়া‌রেজ নাইম । শেরপুর...

আ‌মি কোনদিন ফ্রিডম পা‌র্টিতে জ‌ড়িত ছিলাম না, আব্দুল্লা‌হেল ওয়া‌রেজ নাইম । শেরপুর সংবাদ

ঝিনাইগাতী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এসএম আব্দুল্লাহেল ওয়া‌রেজ নাইম তার প্রতিবাদী বক্ত‌ব্যে ব‌লেন , আ‌মি ছাত্রজীবন হ‌তে মহান মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় বিশ্বাসী এবং ৯০ এর স্বৈরাচার ও রাজাকার হটাও আ‌ন্দোল‌নে সর্বদলীয় ছাত্র সংগ্রাম প‌রিষ‌দের একজন সক্রিয় সদস‌্য হি‌সে‌বে আ‌ন্দোলন ক‌রে‌ছি ।
আমাদের ফেইজ পেইজ: ‍Sherpur Sangbad
পরবর্তী‌তে আ‌মি ঝিনাইগাতী আওয়ামীলী‌গের রাজনী‌তির সা‌থে সম্পৃক্ত হই এবং বি‌এন‌পি -জামায়াত জোট সরকার বি‌রোধী আ‌ন্দোল‌নে স‌ক্রিয় শ‌রিক হই” সে‌ই সা‌থে ১৯৯৬ ও ২০০১ সা‌লের জাতীয় সংসদ নির্বাচ‌নে শেরপুর – ৩ (‌ঝিনাইগাতী ও শ্রীবরদী ) আস‌নে নৌকা প্রতি‌কের প‌ক্ষে স‌ক্রিয় ভূ‌মিকা পালন ক‌রি ।এবং তারই ধারাবা‌হিকতায় ২০০২ সা‌লে ঝিনাইগাতী আওয়ামীলী‌গ উপ‌জেলা শাখার কাউ‌ন্সি‌লে সভাপ‌তি নির্বা‌চিত হই।
এরপর থে‌কেই বি‌এন‌পি জামায়া‌তের সা‌থে আতা‌তে থাকা দ‌লের কিছু বিপথগামী কিছু সদস‌্য ও স্বার্থ‌ন্বেষী মহল আমা‌কে নানা ভা‌বে পর্যুদস্ত কর‌তে না পে‌রে গত ৯ মে ২০২২ তা‌রি‌খে অনু‌ষ্ঠিত ত্রি-বা‌র্ষিক স‌ম্মেল‌নে আমার অবস্থান শক্ত দে‌খে আমার না‌মে মিথ‌্যা ,বা‌নোয়াট , বিভ্রান্তকর ও মানহা‌নিকর সংবাদ ঢাকা‌গে‌জেট না‌মে এক‌টি পোর্টা‌লে প্রকা‌শিত হ‌য়ে‌ছে ।
তাছাড়া নাইম তার বিরু‌দ্ধে আ‌নিত জাসদ ও ফ্রিডম পা‌র্টির সা‌থে জ‌ড়িত থাকার অভি‌যোগ অস্বীকার ক‌রেন । ‌শেরপুর প্রেসক্লা‌বে আ‌য়ো‌জিত উক্ত সংবাদ স‌ম্মেল‌নে শেরপুর সদর উপ‌জেলা চেয়ারম‌্যান র‌ফিকুল ইসলাম সহ ঝিনাইগাতী উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের নেতৃবৃন্দ এবং বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ এসময় উপ‌স্থিত ছি‌লেন ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular