আজকে আমি হতাশ। ক্যাচ দুটি ধরতে পারলে আমাদের সুযোগ ছিল: তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ছিল লাথামের। ৫৮ রানে নিউজিল্যান্ড অধিনায়ক মাহেদি হাসানকে সহজ ফিরতি ক্যাচ দেন, কিন্তু সেটি ধরতে পারেননি তরুণ এই অফ স্পিনার। জীবন পেয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফিরেছেন তিনি।
কনওয়ে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামা জিমি নিশামও দ্রুতই আউট হয়ে যেতে পারতেন। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও জীবন পেয়েছেন তিনি। সহজ ক্যাচ লুফে নিতে পারেননি মুশফিক। আর এই দুটি ক্যাচ মিসই বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে।
ক্যাচ মিস নিয়ে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী পর্বে অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই ম্যাচটি জেতা উচিত ছিল তাদের। কেউ ইচ্ছে করে ক্যাচ মিস করে না।
তিনি আরও বলেন, বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা ক্যাচগুলো ধরতে পারিনি। যখন সুযোগ আসে, সেগুলো শতভাগ কাজে লাগাতে হয়।
আজকে আমি হতাশ। ক্যাচ দুটি ধরতে পারলে আমাদের সুযোগ ছিল। কেউ ইচ্ছে করে ক্যাচ মিস করে না।
তামিম বলেন, ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। ২৭১ বেশ ভালো সংগ্রহ ছিল।
অনলাইন অর্ডার করুন: Ring Light
মিঠুন দুর্দান্ত ছিল, মুশফিকও ভালো ছিল। যাই হোক, আমার মনে হয় এই ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি। আমরা এখানে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি।
২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
আরও জানুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশ করেছে এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা।